সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ময়না হত্যা: ইমাম- মোয়াজ্জেমের রিমান্ড মঞ্জুর

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১৬:৫৯

শেয়ার

ময়না হত্যা: ইমাম- মোয়াজ্জেমের রিমান্ড মঞ্জুর
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যা মামলায় মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম ইমাম হামিদুল ইসলামের ৩ দিন ও মোয়াজ্জেম সাইদুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ জুলাই নিখোঁজের একদিন পর শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের দোতলা থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আশঙ্কা করা হচ্ছে।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “পরিবার যেন ন্যায়বিচার পায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং দ্রুতই হত্যার রহস্য উদঘাটন করা হবে।



banner close
banner close