সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুন: আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১৫:২০

শেয়ার

রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুন: আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে
ছবি সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে চার খুনের মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন আসিফ এ আদেশ দেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন।

জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চলতি বছরের ১৮ মার্চ নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।



banner close
banner close