সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ঝালকাঠিতে দিনমজুরের রহস্যজনক আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১০:৫৯

আপডেট: ৯ জুলাই, ২০২৫ ১১:০৪

শেয়ার

ঝালকাঠিতে দিনমজুরের রহস্যজনক আত্মহত্যা
প্রতীক ছবি

ঝালকাঠির রাজাপুরে মো. ফোরকান হাওলাদার (৩৫) নামের এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। মৃত ফোরকান ওই এলাকার আলী হোসেন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান সকালে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

তবে আত্মহত্যার নির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয়দের মতে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ফোরকান কীটনাশক পান করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। বিষয়টি তার মানসিক অবস্থার ইঙ্গিত দিতে পারে বলে অনেকে মনে করছেন।

এ বিষয়ে রাজাপুর থানার ডিউটিরত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



banner close
banner close