সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ জীপ গাড়ি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ২২:০৯

শেয়ার

বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ জীপ গাড়ি
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি জীপ গাড়িও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে বাঁশখালী থানার সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) কাজী আবু কাউছার ও সঙ্গীয় ফোর্স।

আটক ব্যক্তির নাম মো. রায়হান ওরফে রিদুয়ান (২৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়ার রফিক আহমদের ছেলে। বর্তমানে তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় বসবাস করছেন।

অভিযানকালে তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি জীপ গাড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গাড়িটি মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



banner close
banner close