সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ভুয়া মেজর সেজে চাঁদাবাজি: হাতীবান্ধায় দুই প্রতারক আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

ভুয়া মেজর সেজে চাঁদাবাজি: হাতীবান্ধায় দুই প্রতারক আটক
ছবি বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে জমি দখলের আশ্বাস দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ফকিরপাড়া ফেডারেশন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলেন—রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ উপজেলার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধে ওই দুই ব্যক্তি সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দিয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে জমি দখলে সহায়তার প্রতিশ্রুতি দেন। আগাম ২০ হাজার টাকা নেন তারা। মঙ্গলবার বাকি টাকা নিতে এলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বলেন, “সাজু ও মাসুম নিজেদের ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছে। স্থানীয়রা তাদের আটক করে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



banner close
banner close