বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে স্বাগত জানিয়ে শ্লোগান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়।
ভিডিওতে দেখা যায়, রাতের সময় একটি দোতলা লঞ্চ ধুলিয়া পন্টুনে ভিড়লে, লঞ্চের দোতালায় দাঁড়িয়ে থাকা ভিপি নুরকে অভ্যর্থনা জানাতে ভিড় করেন শতাধিক নেতাকর্মী। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক, ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান ও সদস্য সচিব বেল্লাল মোসলমানসহ স্থানীয় বিএনপির অনেকে "নূর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম", "ধুলিয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা", "বাউফলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা" ইত্যাদি শ্লোগান দেন।
লঞ্চটি পন্টুনে ভিড়ার আগেই কেবিনে বসে ভিপি নূরের সঙ্গে ছবি তোলেন সদস্য সচিব তারেক, কথিত যুবদল নেতা জাহিদ এবং আহ্বায়ক হাসান।
৩৪ সেকেন্ডের এই ভিডিও সোমবার (৭ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক বলেন, "ভিডিওটি ২-৩ মাস আগের। সেদিন ভিপি নূর ঢাকায় থেকে তার নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। আমি একই লঞ্চে ছিলাম। ধুলিয়া ঘাটে ভিড়ার সময় তার সঙ্গে দেখা হয় এবং কিছু কথাও হয়। ওই সময় আমাকে স্বাগত জানাতে কিছু স্থানীয় নেতাকর্মী ঘাটে উপস্থিত ছিলেন এবং তারাই শ্লোগান দেন। আমি নিজে নূর ভাইয়ের পক্ষে কোনো শ্লোগান দিইনি।
আরও পড়ুন:








