সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে ঘুষ ও অর্থ লুট: তিন কর্মকর্তা বরখাস্ত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৬:৫৭

শেয়ার

ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে ঘুষ ও অর্থ লুট: তিন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানের নামে ঘুষ গ্রহণ ও বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত আদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি মঙ্গলবার (৮ জুলাই) সকালে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন—পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও মো. জিয়াউর রহমান।

জানা গেছে, গত ১৮ জুন সকাল ১০টার দিকে ভূঞাপুর উপজেলার বাহাদীপুর গ্রামে ছালেহা বেগম নামের এক নারীর বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৮-১০ জন কর্মকর্তা। অভিযানে কোনো মাদকদ্রব্য না পাওয়ায় কর্মকর্তারা প্রথমে ‘তেল খরচ’ বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। ছালেহা বেগম নগদ ১০ হাজার টাকা দিলেও বাকির জন্য মোবাইলে অর্থ পাঠাতে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, কিছুক্ষণ পর কর্মকর্তারা আবার বাড়িতে ফিরে এসে ঘরের প্রতিটি কক্ষ তল্লাশি করেন এবং আলমারি থেকে ৬ লাখ ৬৬ হাজার টাকা ও তার ছেলের ঘর থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। অভিযানের সময় ছালেহা বেগম ও তার পুত্রবধূকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

মোট ৮ লাখ ৪৬ হাজার টাকা লুট করে অভিযানের দলটি দুপুর ১টার দিকে স্থান ত্যাগ করে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়।

অধিদপ্তরের জারি করা অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুসারে প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরের মধ্যে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা উপ-পরিচালক আবুল হোসেন বলেন, "অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"



banner close
banner close