শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা চত্বরে ‘নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন সুমন দেওয়ান, হাসান মাহমুদ নিশাত, আরিফ শেখ, লিটন মোল্লা, শেখর শেখসহ অনেকে।
বক্তারা বলেন, “আমিনুল ইসলাম বুলবুল মাত্র চার মাস আগে নড়িয়ায় যোগদান করেছেন। তিনি একজন দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। আমরা সবসময় তার কাছে যেতে পারতাম, তিনি জনসাধারণের কথা শুনতেন। তার হঠাৎ বদলিতে আমরা বিস্মিত ও মর্মাহত।”
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দ্রুত বদলি আদেশ বাতিলের দাবি জানান।
আরও পড়ুন:








