কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব পালকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গত সোমবার (৭ জুলাই) রাতে গোপনে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হলেও পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলার আসামি সাজ্জাদ হোসেন (২৫)-কে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। কিন্তু সাজ্জাদকে থানার গাড়িতে তোলার সময় তার স্বজনরা আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
ছিনতাই হওয়া আসামি সাজ্জাদ হোসেন ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এসআই সঞ্জীব পাল ঘটনার পর নিজেই বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। বিষয়টি জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দেন।
তিনি বলেন, “আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, “সাজ্জাদকে গ্রেপ্তার করে সিএনজি অটোরিকশায় তোলার সময় হঠাৎ তার স্বজনরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে প্রত্যাহার করেন। বর্তমানে আমি জেলা পুলিশ লাইনে আছি।”
আরও পড়ুন:








