সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

চকরিয়ায় অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে রেস্টুরেন্টে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ০৬:৫৮

আপডেট: ৮ জুলাই, ২০২৫ ০৭:১২

শেয়ার

চকরিয়ায় অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে রেস্টুরেন্টে জরিমানা
ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে পৌর শহরের বানিজ্যিক এলাকার একাধিক রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

অভিযানে বেশ কয়েকটি রেস্টুরেন্টে রান্নার ঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, খাবার প্রস্তুতের অনিয়ম, অপরিচ্ছন্ন বাসনপত্র এবং পুরনো তেল ব্যবহারসহ নানা অসঙ্গতি ধরা পড়ে। এসময় এসব অনিয়মের দায়ে রেস্টুরেন্ট মালিকদের মোট ১৯ হাজার টাকা এবং সরকারি লাইসেন্স ছাড়া স্ট্যাম্প বিক্রির দায়ে একটি লাইব্রেরিকে ৫ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার ও উপজেলা ভূমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব জানান, জনস্বার্থে পরিচালিত এ অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



banner close
banner close