২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে 'জুলাই হত্যাযজ্ঞের' খুনিদের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন এবং গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান গড়ে তোলে। এতে যারা শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি।” তিনি আরও বলেন, “যে ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে, তা ধরে রেখে আমরা বৈষম্যহীন সুন্দর দেশ গড়তে চাই। আন্দোলনে আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ভর্তি ফি মওকুফ ও কোটাসহ নানা সহযোগিতা প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা স্বাক্ষর করেন।
এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট (শুক্রবার) পর্যন্ত।
আরও পড়ুন:








