ভোলার তজুমদ্দিন উপজেলায় এক নারীর ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার (৬ জুলাই) রাতে তজুমদ্দিন থানায় মামলা করেন ভুক্তভোগী। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন—চাঁচড়া ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের অনুসারী রাসেল ও গিয়াস উদ্দিন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার রাতে তিনি ঘরে ছিলেন ছেলে সন্তানকে নিয়ে। তার মা ছিলেন নানার বাড়িতে। রাতের বেলা বাথরুম থেকে বের হওয়ার সময় রাসেল ও গিয়াস উদ্দিন মুখ চেপে ধরে তাকে জোর করে ঘরের পাশে নিয়ে যান। এরপর গিয়াস উদ্দিন ধর্ষণ করেন এবং রাসেল সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে রাসেলও তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দিয়ে পালিয়ে ঘরে ঢুকে পড়েন।
তিনি বলেন, “মান-সম্মানের কথা ভেবে বিষয়টি প্রথমে কাউকে বলিনি। কিন্তু এরপর থেকে রাসেল ও গিয়াস উদ্দিন আমাকে হুমকি দিতে থাকে। তারা বলে, ‘তুই যদি চুপ না থাকিস, তোর ভাইয়ের পকেটে গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেব, তোকে মেরে ফেলব, ভিডিও ফেসবুকে ছেড়ে দেব।’ এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে।
তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।”
এর আগে গত ২৮ জুন রাতে একই উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আরেক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ৩০ জুন সেই ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন।
আরও পড়ুন:








