সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

টেকনাফে পাহাড়ে গোলাগুলি: অস্ত্র-গুলির বিশাল চালান উদ্ধার, জিম্মি যুবক মুক্ত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১০:৪৪

শেয়ার

টেকনাফে পাহাড়ে গোলাগুলি: অস্ত্র-গুলির বিশাল চালান উদ্ধার, জিম্মি যুবক মুক্ত
ছবি বাংলা এডিশন

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মাদক এবং জিম্মি থাকা এক যুবক।

রোববার (৬ জুলাই) বিকেলে টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাহিনীটির টেকনাফ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দীন রশিদ তানভীর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় ডাকাত দলের অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালায় কোস্ট গার্ড ও পুলিশ। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে অভিযানিক দলও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পিছু হটে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি জি-৩ রাইফেল, একটি ৬৫ মিমি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় একনলা বন্দুক, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ লিটার চোলাই মদ।

এছাড়া ডাকাত দলের জিম্মি দশা থেকে উদ্ধার করা হয় টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে মো. সোহেল (২০) নামের এক যুবককে।

লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকের চালান আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। অপহৃত সোহেলকে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।



banner close
banner close