সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ২০:২৪

শেয়ার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন
ছবি সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিক বাইজিদ হোসেনের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।

ভুক্তভোগী তরুণী ফারজানা আক্তার (১৮) কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা। তিনি জানান, দুই বছর ধরে বাইজিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সম্প্রতি প্রেমিক বাইজিদ যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

ফারজানা বলেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন ফোন ধরছে না। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসেছি। আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আত্মহত্যা করব।”

এ বিষয়ে বাইজিদের পরিবারের দাবি, তাদের ছেলেকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে তরুণীর পরিবারের ভাষ্য, “আমরা সামাজিকভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।”

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা এখনো অবগত নই। কেউ লিখিত অভিযোগ দেয়নি।”



banner close
banner close