সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতের আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. মুমীদুজ্জামান জাহান এবং দৈনিক বর্তমান পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. লিটন শেখ।
শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইসগেট সংলগ্ন মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের দুগ্ধ উৎপাদনকারী খামারি সমাবেশ শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সমাবেশ শেষে মোটরসাইকেলযোগে শাহজাদপুর পৌর শহরের চুনিয়াখালিপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন সাংবাদিক মুমীদুজ্জামান জাহান। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মো. লিটন শেখ। রাউতারা বাঁধের ইটবিছানো সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি স্লিপ করে পাশের ইটের রাস্তার ওপর ছিটকে পড়ে যায়।
এসময় সাংবাদিক মুমীদুজ্জামান জাহান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার দুই হাঁটু, দুই পা ও ডান হাতের কব্জিতে আঘাত এবং ছেঁড়া ও ফুলা জখম হয়েছে। পাশাপাশি বাম হাতের কনুইয়ের জয়েন্ট স্থানচ্যুত হয়েছে।
স্থানীয় নারী-পুরুষ দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে শাহজাদপুর পৌর শহরের পিস ল্যাব ও নূরজাহান হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে সাংবাদিক জাহান বর্তমানে নিজ বাসভবনে ১৫ দিনের বিশ্রামে রয়েছেন। উন্নত চিকিৎসাও চলমান রয়েছে।
মোটরসাইকেল চালক সাংবাদিক লিটন শেখও দুর্ঘটনায় আহত হন। তিনি বর্তমানে শাহজাদপুর পৌর এলাকার দ্বাবারিয়ায় নিজ বাসায় চিকিৎসাধীন।
আহত সাংবাদিক মুমীদুজ্জামান জাহান দেশবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।
আরও পড়ুন:








