সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১৫:১৪

শেয়ার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত
ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

রোববার সকাল ১০টার দিকে ভাঙ্গামুখী লেনের শিবচরের পাঁচ্চর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ ঘটনার নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম।

প্রত্যক্ষর্দশী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এলে ইতালী এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৮ জন।

পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।



banner close
banner close