সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

জ্ঞানীদের চাওয়া পিআর ভিত্তিক নির্বাচন: সৈয়দ ফয়জুল করিম

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১২:২৩

আপডেট: ৬ জুলাই, ২০২৫ ১২:২৫

শেয়ার

জ্ঞানীদের চাওয়া পিআর ভিত্তিক নির্বাচন: সৈয়দ ফয়জুল করিম
ছবি বাংলা এডিশন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন, দেশে আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ পদ্ধতি প্রবর্তন করা জরুরি। এ পদ্ধতিতে সব আদর্শের মানুষ তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে কথা বলার সুযোগ পাবে।

শনিবার (৫ জুলাই) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া কওমি মাদ্রাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনী ইশতেহারেও আমরা পিআর পদ্ধতির কথা উল্লেখ করেছি। তখন কয়েকজন নির্বাচন কমিশনারও এর পক্ষে মত দিয়েছিলেন। গোটা দেশের শিক্ষিত ও সচেতন মানুষ এই পদ্ধতির পক্ষেই মত দেন।”

বর্তমান নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে সৈয়দ ফয়জুল করিম বলেন, “এই পদ্ধতিতে অবৈধ টাকার মালিক, গুণ্ডা, চাঁদাবাজরা সংসদে যায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে টাকার প্রভাব থাকবে না, মেধাবী ও আদর্শবান ব্যক্তিরাই এমপি হবেন। রাজপথে আন্দোলনের প্রয়োজন পড়বে না, সংসদেই সব কথা হবে।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন নবী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান প্রমুখ।



banner close
banner close