সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ১৯ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১২:১৫

শেয়ার

মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ১৯ দোকান
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিকে ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু।’

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান দেওয়ান আজাদ হোসেন। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে।



banner close
banner close