সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ইনসাফ পার্টির দ্বিতীয় পর্বের কাউন্সিল অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ২২:৩৫

আপডেট: ৫ জুলাই, ২০২৫ ২২:৩৫

শেয়ার

ইনসাফ পার্টির দ্বিতীয় পর্বের কাউন্সিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির (এনবিআইপি) দ্বিতীয় পর্বের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় নেতারাসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির (এনবিআইপি) সভাপতি এ এফ এম হানিফ সর্দ্দার সভাপতিত্বে ও সহ সভাপতি এ এফ এম আরিফ সর্দ্দারের সঞ্চালনায় প্রথম কাউন্সিলের দ্বিতীয় পর্বের নির্বাচনে মুনসুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক, হাসান শাহরিয়ারকে প্রচার সম্পাদক, আব্দুস আজাদকে প্রবাসী বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট আলমগীর হোসেন আজাদকে আইন বিষয়ক সম্পাদক ও ফেরদৌসী বেগমকে মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত করা হয়। এছাড়াও অ্যাডভোকেট মাহফুজুর রহমান ডলার, মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, রবিউল ইসলাম লেবু ও মোশাররফ হোসেনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এনবিআইপি'র সভাপতি হানিফ সর্দ্দার।

এ সময় বক্তব্য রাখেন, নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির (এনবিআইপি) সভাপতি এ এফ এম হানিফ সর্দ্দার, সহ সভাপতি এ এফ এম আরিফ সর্দ্দার, সাংগঠনিক সম্পাদক মুনসুর হোসেন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম লেবু।

কাউন্সিলের কার্যক্রম শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে



banner close
banner close