মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থেমে থাকলে চলবে না। মানুষ যখন কষ্টে ছিল, তখন বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছিল। কিন্তু অল্প বয়সী তরুণ-তরুণীরা রাস্তায় নেমে সাহসিকতার সঙ্গে বলেছিল—আমরা বৈষম্য চাই না।”
শনিবার (৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাউতারা স্লুইসগেট সংলগ্ন মাঠে প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত বছর জুলাই মাসে অন্যায়ের বিরুদ্ধে দেশের তরুণরা রাস্তায় নেমে সাহসিকতার পরিচয় দিয়েছে। শুধু মিল্কভিটা নয়, গোটা দেশেই তখন দুরবস্থা বিরাজ করছিল। সেই অন্যায়কে রুখে দাঁড়িয়েছিল দল-মতের ঊর্ধ্বে থাকা তরুণ প্রজন্ম। তারা বলেছে, ‘আমরা বৈষম্য চাই না।’ তাদের হাত ধরেই পরিবর্তনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনের শহীদদের আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত প্রতিদিন স্মরণ করব—যারা প্রাণ দিয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “গ্রামাঞ্চল থেকে দুধ সংগ্রহের জন্য নতুন কেন্দ্র স্থাপন করা হবে। যাতে খামারিরা ন্যায্য মূল্য পান। দুধের মূল্য বৃদ্ধির পাশাপাশি গো-খাদ্যের দাম কমানোর চেষ্টা চলছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। আরও বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (উৎপাদন) এ বি এম আব্দুর রাজ্জাক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ, ফারজানা মিমি, পিজি সদস্য আব্দুর রাজ্জাক ফিকির, আব্দুল মতিন ও রাবেয়া খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন।
আরও পড়ুন:








