সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

চৌহালীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

চৌহালীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৬
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর নাকালিয়া গ্রামে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ছয় জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে শাহিন তালুকদারের বাড়ির একটি টিনের ঘর থেকে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন—চর বিনানই গ্রামের মৃত হারুনের ছেলে মো. গনি (২৯), জয়নাল আবেদিনের ছেলে মো. শাহিন (৩০), মৃত আবু বক্কারের ছেলে বকুল সরকার (৫৪), চর সলিমাবাদ গ্রামের মৃত আজিজুল বেপারীর ছেলে আব্দুল বাতেন (৫২), খাস পুকুরিয়া গ্রামের মৃত হারুন-উর-রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং মৃত বসির উদ্দিনের ছেলে সোলাইমান হোসেন (৪৫)।

অভিযানকালে জুয়ার আসর থেকে ৮১ হাজার ৬৫০ টাকা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলছে। এতে অনেক তরুণ জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং টাকার যোগান দিতে গিয়ে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারেক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”



banner close
banner close