সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কক্সবাজার সমুদ্র সৈকতে রাখাইনদের বর্ষা উৎসবে নর নারীদের মিলনমেলা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৫:২১

শেয়ার

কক্সবাজার সমুদ্র সৈকতে রাখাইনদের বর্ষা উৎসবে নর নারীদের মিলনমেলা
ছবি বাংলা এডিশন

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষা উৎসব। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন রাখাইন পল্লী থেকে আসা তরুণ-তরুণীদের অংশগ্রহণে জমে ওঠে এ মিলনমেলা।উৎসবস্থলে আয়োজন করা হয় রাখাইনদের রকমারি ঐতিহ্যবাহী খাবারের।

ঝাউবীথিতে খানাপিনার পরপরই শুরু হয় বর্ষার আনন্দ উদযাপন বৃষ্টিতে ভেজা, নাচ, গান আর আড্ডা। পুরো সৈকত যেন এক টুকরো রাখাইন সংস্কৃতির মঞ্চ হয়ে ওঠে। এর আগে মে মাসে শুরু হওয়া এই উৎসব চলে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। শহরের বিভিন্ন রাখাইন পল্লী থেকে উৎসুক তরুণ-তরুণীরা এতে অংশ নেন।

রাখাইন নারী নেত্রী মা টিন টিন জানান, প্রায় শত বছর ধরে এই উৎসব পালন করে আসছে রাখাইন সম্প্রদায়। এটি মূলত তারুণ্যনির্ভর উৎসব, যা দুই মাসব্যাপী আনন্দ, গান ও মিলনমেলার মধ্য দিয়ে উদযাপিত হয়।

প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে এই সামাজিক উৎসব পালিত হয়।



banner close
banner close