সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ৮ বছরেও শেষ হয়নি কাজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৫:০৩

আপডেট: ৫ জুলাই, ২০২৫ ১৫:৩২

শেয়ার

মিরসরাইয়ে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ৮ বছরেও শেষ হয়নি কাজ
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশন-এর বিরুদ্ধে। ছাদ ও কলাম ঢালাইয়ে অনিয়ম, ফাটল, রড দেখা যাওয়া, এমনকি পাথর খসে পড়ার মতো ঘটনা ঘটেছে—যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্মকর্তাদের নজরদারির অভাব এবং ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঢালাইয়ে ব্যবহৃত হচ্ছে ময়লাযুক্ত সাদা পাথর, ঝংধরা রড ও কাদাযুক্ত ইট-বালু। বিদ্যালয়ের মাঠও সাত বছর ধরে নির্মাণসামগ্রী রাখার জন্য দখল করে রাখা হয়েছে, ফলে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে গেছে।

জানা গেছে, ২০১৬ সালের শেষের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায় এবং ২০১৮ সালে নির্মাণ শুরু হয়। ৩ তলা বিশিষ্ট ভবনের কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে একটি হাইস্কুল ভবনের তিনটি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন বলেন, “নিম্নমানের কাজের অভিযোগ আমরা দীর্ঘদিন ধরেই দিয়ে আসছি। সাম্প্রতিক পরিদর্শনেও অনিয়মের প্রমাণ পেয়েছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র পাল বলেন, “২০১৮ সালে কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। এখন আবার তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চলছে।”

তবে ওয়াহেদ কনস্ট্রাকশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. আইয়ুব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা উপজেলা প্রকৌশলীর অনুমোদন নিয়ে কাজ করছি।”

উপজেলা এলজিইডি প্রকৌশলী রনি সাহা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত তদন্ত ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা-জীবন নিরাপদ ও নিরবিচারে চলতে পারে।



banner close
banner close