সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কাজে আসছে না ৩২ লক্ষ টাকার ব্রীজ, ১০ হাজার মানুষের দুর্ভোগ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৪:৩১

আপডেট: ৫ জুলাই, ২০২৫ ১৫:২৯

শেয়ার

কাজে আসছে না ৩২ লক্ষ টাকার ব্রীজ, ১০ হাজার মানুষের দুর্ভোগ
ছবি বাংলা এডিশন

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালীর জারুলবুনিয়া স্টেশনে ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পিআইও ব্রীজ কোন কাজে আসছে না। এখনো মাটির কাজ সমাপ্ত না হওয়ায় জারুলবুনিয়া থেকে হোছাইনাবাদ যাতায়াতের একমাত্র ব্রীজটি এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। জারুলবুনিয়া ছড়ার উপর নবনির্মিত ব্রীজ দিয়ে পারাপারে প্রায় ১০ হাজার মানুষের দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার লোকজন জানান, বিগত ৮ মাস আগে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ৩২ লক্ষ টাকা ব্যয়ে ওই ব্রীজটি নির্মাণ করে। গত ৩ মাস আগে স্ক্যাপ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান উক্ত ব্রীজের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে।

স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার জানান, জারুলবুনিয়া স্টেশন থেকে লোকজন ওই ব্রীজ দিয়ে পারাপার করে মসজিদে নামাজ পড়তে যায়। অথচ মাটির কাজ না করায় লোকজন ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। তাছাড়া মসজিদের পাশে মাটিতে ভাঙন দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে জারুলবুনিয়া ছড়ার ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয়পাশের কিনারা।

জারুলবুনিয়া স্টেশন কমিটির সভাপতি ছৈয়দ হোসেন জানান, ব্রীজের উভয়পাশে এখনো মাটির কাজ অসমাপ্ত রয়ে গেছে। ব্রীজ পারাপারে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের। কাজ সম্পূর্ণ শেষ না করে টাকা উত্তোলন করার অভিযোগ করছেন ঠিকাদারের বিরুদ্ধে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, বৃষ্টির কারণে মাটির কাজ শুরু করা যাচ্ছে না। আবহাওয়ার পরিবেশ ভাল হলে অবশ্যই মাটির কাজ সম্পন্ন করা হবে।



banner close
banner close