চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. আলী বলেন, কয়েক দিন ধরে হাতির একটি পাল পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে।
ইউপি সদস্য মো. আলী আরও বলেন, হাতির আক্রমণে সাদেক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই আজ শনিবার সকালে তাঁর লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরও পড়ুন:








