সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

গাইবান্ধায় রাত অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৩:৩৮

শেয়ার

গাইবান্ধায় রাত অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার জন আটক
ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার আজাদ মণ্ডলের বাসা ও ব্যবসায়ীক সমবায় সমিতির অফিসে এই অভিযান চালানো হয়।

সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, আজাদ মণ্ডল (৫২), আসাদ মিয়া (৬২) তার ছেলে মেহেদি হাসান (২২) এবং একই গ্রামের মোশাররফ হোসেন (২৩)। আটকদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল।

আটকদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি বুলবুল ইসলাম। দুপুরের মধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



banner close
banner close