গণমানুষের সেবামূলক কাজে নেতৃত্ব দিতে এগিয়ে এলো নতুন নেতৃত্ব। সেলিব্রিটি কনভেনশন হল, গুলশান-এ অনুষ্ঠিত চার্জ হ্যান্ডওভার-টেকওভার প্রোগ্রামের মধ্য দিয়ে ঘোষিত হলো পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাইমুন ইসলাম এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন কিশোর চন্দ্র দে।
অনুষ্ঠানে লিও জেলা ৩১৫ বি২ বাংলাদেশ-এর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, সাবেক লিও সদস্য, লায়ন্স ক্লাব প্রতিনিধিসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মো. সাইমুন ইসলাম বলেন, ‘আমরা সমাজের জন্য কাজ করতে চাই তরুণদের নিয়ে, তরুণদের জন্য। এই ক্লাব হবে মানবিক উদ্যোগের ঠিকানা।’
সম্পাদক কিশোর চন্দ্র দে বলেন, ‘এই দায়িত্ব শুধু একটি পদ নয়, এটা একটি অঙ্গীকার পথশিশু, দরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি।’
প্রসঙ্গত, লিও ক্লাব হলো আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাবের যুব শাখা। ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই ক্লাবগুলো বিভিন্ন সেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকে।
পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব ইতোমধ্যে বৃক্ষরোপণ, রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, পথশিশুদের সহায়তা, স্কুলভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, টিকাদান কর্মসূচি, সন্ত্রাস ও মাদকবিরোধী সভা-সেমিনার, এবং দুর্যোগকালীন ত্রাণ তৎপরতার মতো কার্যক্রম পরিচালনা করেছে।
নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবটি আরও বিস্তৃত ও টেকসই সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের।
আরও পড়ুন:








