সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

লোহাগাড়ায় ডলুখালের ভাঙনে হুমকিতে সড়ক, মসজিদ ও শতবর্ষী কবরস্থান

চট্টগ্রাম, দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১২:০১

শেয়ার

লোহাগাড়ায় ডলুখালের ভাঙনে হুমকিতে সড়ক, মসজিদ ও শতবর্ষী কবরস্থান
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরে ডলুখালের ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, একটি শতবর্ষী কবরস্থান এবং সংলগ্ন একটি মসজিদ। বর্ষা মৌসুমে খালটি আগ্রাসী রূপ ধারণ করায় যেকোনো সময় এসব অবকাঠামো খালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া ও গুনু চৌকিদার পাড়ায় গিয়ে দেখা গেছে, ডলুখালের বিভিন্ন স্থানে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মিয়াপাড়া সড়কের একটি বড় অংশ খালে ধসে পড়েছে। ফলে স্থানীয়দের বাধ্য হয়ে শতবর্ষী কবরস্থানের মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। বাকি অংশটিও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আরফাত বলেন, “ভাঙনের ভয়াবহতা এতটাই যে সড়কের বড় অংশ খালগর্ভে চলে গেছে। এখন এলাকাবাসী কবরস্থানের ভেতর দিয়েই যাতায়াত করছে। এই কবরস্থানটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করে, এটি রক্ষা করা খুবই জরুরি।”

আরেক বাসিন্দা ইমামুল আবেদীন রিপন জানান, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। ভাঙনের ফলে সড়ক ও পারিবারিক কবরস্থান এখন অস্তিত্ব সংকটে পড়েছে।”

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।”

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আনীস হায়দার জানান, “ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “বিষয়টি উপজেলা প্রকৌশলীর সঙ্গে সমন্বয় করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী কবরস্থান, সড়ক ও মসজিদ সম্পূর্ণ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।



banner close
banner close