চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের অদূরে চিটাগুড়বাহী ট্রেনের ট্যাঙ্কারের ব্রেকভ্যান লাইনচ্যুত হওয়ায় ৫ ঘন্টা পর খুলনার সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার দিবাগিত রাত সোয়া ১১টার দিকে লাইনচ্যুত ব্রেকভ্যানটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বাংলা এডিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে সাড়ে ৫ টার দিকে লাইনচ্যুত হয়ে পড়ে চিটাগুড়বাহী ট্রেনের ট্যাঙ্কারের ব্রেকভ্যানটি। পর রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সে সময় রেল কর্তৃপক্ষ জানায়, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ অভিমুখী চিটাগুড়বাহী একটি ট্রেন শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়।
ওই অবস্থায় একটু যাওয়ার পর ট্রেনটি পুরোপুরি থেমে যায়। লাইনচ্যুত বগিটি রেখে বাকি ট্যাঙ্কারগুলো নিয়ে ট্রেনটি ৬টার দিকে দর্শনা অভিমুখে রওনা হয়েছে
এতে খুলনার সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পাকশী রেল বিভাগের একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি অপসারণ করা হয়।
আরও পড়ুন:








