সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে নৃশংসভাবে হত্যা, ক্ষোভে ফ্যাক্টরিতে ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ২২:১২

শেয়ার

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে নৃশংসভাবে হত্যা, ক্ষোভে ফ্যাক্টরিতে ভাঙচুর
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে, শ্বাসরোধে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম শামীম হোসেন (২৮)। তিনি ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

কামারখন্দ থানার এসআই আব্দুর রউফ জানান, বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে তার বাবা এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের ডোবার জঙ্গলে ছেলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই রউফ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, শামীমকে পরিকল্পিতভাবে কুপিয়ে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার আলামত ধ্বংস করতে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় জনতা এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির কয়েকটি দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করে। তারা ফ্যাক্টরির গার্ড ও কর্মচারীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলে।

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



banner close
banner close