সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই ভাইবোনের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ২০:২২

শেয়ার

শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই ভাইবোনের করুণ মৃত্যু
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর শান্তিনগরে শাপলা ফুল তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৫ জুলাই) সকালে ওই এলাকার একটি ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—স্থানীয় আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও মেয়ে জিন্নাত (৮)। উভয়েই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তারা শাপলা তুলতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরদিন সকালে ডোবায় তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহতদের খালা ইয়াসমিন বেগম বলেন, “ওই ডোবায় ওরা আগেও অনেকবার শাপলা তুলেছে। কিন্তু এবার আর ফিরল না।”

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, ডোবার পাশে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে শিশুরা সেখানে অনায়াসে যাতায়াত করত। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো প্রাণ রক্ষা করা যেত।



banner close
banner close