সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৮:৫০

আপডেট: ৪ জুলাই, ২০২৫ ১৮:৫২

শেয়ার

হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১
ছবি সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোশারফ খানের ছেলে এবং জাতীয় পার্টির ছাত্রসমাজের নেতা হিসেবে পরিচিত।

হাতীবান্ধা থানা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ স্থানীয় সাংবাদিক আব্দুর রহিম থানায় একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এর সময় আওয়ামী লীগের একটি মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হন। এরপর ৬ মার্চ ফিলিং স্টেশনের সামনে তাকে আবারও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার জেরে মামলার তদন্তে মাহফুজার রহমান বিপ্লবের নাম উঠে আসে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া রোডের হলদীবাড়ি ডিএস তেল পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “সাংবাদিকের ওপর হামলা এবং ২ জুলাই থানায় হামলা চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”



banner close
banner close