ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। আজ শুক্রবার দুপুরে তিনি প্রকল্পগুলো পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ
প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী বলেন, ‘সময়মতো কাজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সরকার আমাদের যথেষ্ট সহায়তা করছে। আমরা আশা করছি, ঠিক সময়ে সব কাজ শেষ করতে পারব।’
শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, ‘তিনি আমাদের কাজের গতি বৃদ্ধি করে দ্রুত শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের পরামর্শ দিয়েছেন। এছাড়া কাজের গুণগত মান ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকার আমাদের পূর্ণ সহযোগিতা করছে বলে অতিরিক্ত সচিব মহোদয় আশ্বস্ত করেছেন।’
আরও পড়ুন:








