সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মহেশপুরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি:

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৭:৩২

শেয়ার

মহেশপুরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ছবি বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নবগঠিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রজনতা ও সংগঠনের পুরনো নেতাকর্মীরা। অনৈতিক প্রক্রিয়ায় কমিটি গঠন ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। তিনি অভিযোগ করে বলেন, “অর্থের বিনিময়ে নেতৃত্ব বণ্টনের পাঁয়তারা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসা নয়। গণতান্ত্রিক আদর্শের নাম ভাঙিয়ে এখানে লেনদেনের সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না।”

তিনি দাবি করেন, নবগঠিত কমিটির আহ্বায়ক পদে যাঁকে বসানো হয়েছে, তাঁর পূর্বে কোনো আন্দোলন সংশ্লিষ্টতা নেই; বরং তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক স্থানীয় নেতার সন্তান। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তোলা হয় যে, আন্দোলনে আহতদের বাদ দিয়ে প্রভাবশালী ও বিত্তশালী কিছু লোকের ছেলেরা টাকার বিনিময়ে নেতৃত্বের জায়গা দখল করছেন।

আন্দোলনের আহত কর্মীদের মধ্যে অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান ও সিফাতসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়, “আন্দোলনের সময় যারা রক্ত দিয়েছে, তাদের মূল্যায়ন না করে অযাচিতভাবে নতুনদের পদায়ন করা হয়েছে।”

এছাড়া জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ‘জুলাই যোদ্ধা’ কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, আন্দোলনের কর্মী মামুনুর রহমান, সিনিয়র ‘জুলাই যোদ্ধা’ যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



banner close
banner close