সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কলাপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৭:২৬

শেয়ার

কলাপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
ছবি সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার বানাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ ইজাজ আহমেদ (৩৪)। তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন এসআই মোফাজ্জল হোসেন, এএসআই রাসেল খান, এএসআই জসিম উদ্দিন এবং এএসআই শাহিন হোসেন। অভিযানে বানাতি বাজার এলাকায় মাদক কেনাবেচার সময় ইজাজ আহমেদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ওসি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে বানাতি বাজারে অভিযান চালানো হয়। আটক ইজাজ আহমেদের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের দাবি, ইজাজ দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।



banner close
banner close