সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৭:১৮

শেয়ার

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি সংগৃহীত

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান।

শুক্রবার (৪ জুলাই) ভোররাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

স্থানীয়রা জানান, আগুন মুহূর্তের মধ্যে বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস প্রথমে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং সকাল ১০টার দিকে তা পুরোপুরি নিভিয়ে ফেলে।

ব্যবসায়ীদের দাবি, অন্তত ৫০টির বেশি দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেক ব্যবসায়ীর মতে, কোনো এক স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কোন দোকান থেকে এবং কী কারণে আগুনের উৎপত্তি—তা এখনো নিশ্চিত নয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয় এবং সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানানো হবে।



banner close
banner close