সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৬:২৭

শেয়ার

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই
ছবি বাংলা এডিশন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বড় ভাইও। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন—সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। তারা চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় কর্মরত বাবা-মায়ের কাছে ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছিল দুই শিশু। তারা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সকালে খেলতে খেলতে পুকুরপাড়ে গেলে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সিয়াম। ভাইকে ডুবে যেতে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন সোহান। কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই বাঁচানো যায়নি কাউকেই।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রাম।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে।



banner close
banner close