সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মহিপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, তদন্তে পুলিশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১২:১৭

শেয়ার

মহিপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, তদন্তে পুলিশ
ছবি সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০ বছর বয়সী) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মহিপুর গ্রামীণ ব্যাংক শাখার নিকটবর্তী সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে সড়কের পাশে নিস্তেজ পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। কাছাকাছি গিয়ে কোনো সাড়া-শব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকায় এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ আরও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।



banner close
banner close