সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইস’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৬:০৯

শেয়ার

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইস’সহ চার যুবক গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

পর্যটননগরী কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইস’ ও ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পর্যটকদের টার্গেট করে গড়ে ওঠা মাদকচক্রের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ডিএনসির বিশেষ দল কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে হাতেনাতে আটক করে। অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা ডিএনসির উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক; আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক; রাকিব (২৯) এবং মেহেদী হাসান (২৫)। তাদের সবার বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

ডিএনসি জানায়, রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলে বয়ের কাজ করতেন এবং হোটেলটিকে মাদক লেনদেনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পর্যটকদের ফাঁদে ফেলে মাদক সরবরাহ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

উপ-পরিচালক হামিমুর রহমান বলেন, “ক্রিস্টাল আইস একটি মারাত্মক ক্ষতিকর মাদক, যা দেশে নতুন করে ছড়িয়ে পড়ছে। কুয়াকাটা পর্যটন এলাকা হওয়ায় এই অঞ্চলে মাদকচক্র সক্রিয় হয়ে উঠছে। তবে মাদক নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তার চার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহিপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



banner close
banner close