সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৫:৫৭

শেয়ার

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...
ছবি: সংগৃহীত

সিলেটে সেনাবাহিনীকে দেখে দেশীয় অস্ত্র নিয়ে পালানোর সময় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। সময় তাদের কাছ থেকে দুটি দা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর টিলাগড় এলাকায় তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন- শাহজালাল সিটি কলেজের সভাপতি মোরসালিন আহমদ আসপিয়া (১৯), গ্রীনহিল স্টেট কলেজের ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন (২৭)

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি প্রার্থী মিনহাজ শিকদার টিলাগড় পয়েন্টে টিলাগড় মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সরকারি কলেজের জুনিয়রদের দুপক্ষের বিরোধ মীমাংসা করার জন্য বৈঠক করেন। বৈঠক শেষ হওয়ার পরপরই নিজ দলের প্রতিপক্ষের লোকজন মিনহাজ শিকদারকে মারধর করে। তখন তিনি মোবাইল ফোনে নিজ গ্রুপের কর্মীদের আসার আহ্বান জানান।

আটক দুজন দা নিয়ে মিনহাজ শিকদারকে উদ্ধারের জন্য যাওয়ার পথে সেনাবাহিনী দেখে দৌড়ে পালাচ্ছিলেন। সময় মোরছালিন আহমেদ আসপিয়া পড়ে গিয়ে তার বাম পা ভেঙে যায় এবং আরেক ছাত্রদল নেতা রাস্তার ওপর পড়ে গেলে সেনাবাহিনী টিলাগড় পয়েন্টে উভয়কে দাসহ আটক করে শাহপরান থানায় নিয়ে যায়। দুজনকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী দুটি দাসহ দুই ছাত্রদল নেতাকে আটক করে আমাদের শাহপরান থানায় হস্তান্তর করেছেন। দুজন সেনাবাহিনীকে দেখে পালাতে গিয়ে আহত হয়েছে বলে শুনেছি। বর্তমানে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।



banner close
banner close