সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

কাজিপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ২২:২১

শেয়ার

কাজিপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাজিপুর উপজেলার আলমপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ জীবন (২০) এবং একই উপজেলার মেঘাই গ্রামের মৃত মোক্তার হোসেন ভেন্ডারের ছেলে সোহেল রানা (৪০)। আহত রেজাউল করিম (৪৫) আলমপুর এলাকার বাসিন্দা।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেলে শাহরিয়ার আহমেদ জীবন মোটরসাইকেল চালিয়ে বরইতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত জীবনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোহেল রানার মরদেহ হাসপাতাল থেকে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close