সকালবেলা বড় ভাইয়ের মোটরসাইকেলে খবর পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা মুনিবুন ফেরদৌস খবর পড়া হলো না নিজেই হলেন খবরের শিরোনাম।
আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই পা হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন সালন্দর চৌধুরীহাট এলাকার মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে মনি।
জানা যায়, সকালবেলা সংবাদ পাঠের জন্য বড় ভাইয়ের সাথে বেতার কেন্দ্রে আসছিলেন মনি পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে যান তিনি। ঠিক সেই সময় দ্রুতগতির মালবাহী দশচাকার ট্রাক তার পায়ের উপর দিয়ে চলে যায়।
প্রাথমিকভাবে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার একটি পা কেটে ফেলতে বাধ্য হউন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এখন তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








