সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সাভারের আশুলিয়ায় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা জেলা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ২০:৪৯

আপডেট: ৩ জুলাই, ২০২৫ ২০:৫১

শেয়ার

সাভারের আশুলিয়ায় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি বাংলা এডিশন

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

আশুলিয়া থানা কৃষকদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে শিমুলিয়া শ্যামাপ্রসাদ হাই স্কুল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষেরই গাছ লাগানো উচিত। একটি গাছ একটি প্রাণ—এটি এখন কেবল স্লোগান নয়, বাস্তব চাহিদা।”

এ সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, সদস্যসচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আশুলিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএনপি নেতা আব্দুল হাইসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মকে সবুজ ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি চলমান থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।



banner close
banner close