সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

মিরসরাইয়ে বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ হাজার বিদেশি সিগারেটসহ আরিফুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অবৈধ সিগারেট বহনকারী একটি টয়োটা পিকাপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক আরিফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালানোর সময় অভিযুক্তের গাড়িতে অবৈধ বিদেশি ন্যানো ওরিস সিলভার সিগারেটের ৭০ হাজার শলাকা পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় সাত লক্ষাধিক টাকা। এসময় তাকে গ্রেফতার করা হয় এবং সিগারেট ও গাড়ি জব্দ করা হয়।

আসামি আরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close