সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সরাইলে ওয়ারিশ সনদ জালিয়াতি, ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

সরাইলে ওয়ারিশ সনদ জালিয়াতি, ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আপন মিয়া'কে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্বপ্রাপ্ত সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আপন মিয়া'র দাবি, এ পরিবারের দুই পক্ষে ওয়ারিশ আছে বলে আমার জানা ছিলো না, এক পক্ষকে ওয়ারিশ সনদ দেওয়ার পর। আমি জানতে পারি ওই ব্যক্তির আরেকটি পরিবার আছে। তারা আমাদের এলাকায় থাকে না। বিষয়টি আমার ভুল হয়েছে পরে আমি এটি সংশোধন করে দিয়েছি ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যথায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close