সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

চালককে তুলে নিয়ে মারধরের অভিযোগ শ্রমিক নেতা সুলতান ও ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৬:০২

শেয়ার

চালককে তুলে নিয়ে মারধরের অভিযোগ শ্রমিক নেতা সুলতান ও ছেলের বিরুদ্ধে
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জে বাস চলাচল সংক্রান্ত বিরোধের জেরে একজন বাস চালককে জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে মারধরের অভিযোগ উঠেছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার ও তার দুই ছেলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সভাপতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে।

ভুক্তভোগী বাসচালক মো. রিপন জানান, গত মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের এম.এ মতিন বাস টার্মিনালে বাসের চেইন ইস্যু নিয়ে ইউনিয়ন সভাপতির সঙ্গে কথাকাটাকাটির জেরে তাকে অফিস কক্ষে নিয়ে প্রথম দফা মারধর করা হয়। এরপর তিনি হাসপাতালে যাওয়ার সময় টার্মিনালের সামনেও ফের মারধরের শিকার হন।

পরে বিকেলে রিপন নিজ বাড়ি—খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি কড়িতলা গ্রামে ফেরার পর সভাপতি সুলতান, তার ছেলে রাফি ও সাকিলসহ ১০-১২ জনের একটি দল তাকে জোরপূর্বক বাড়ির বাইরে ডেকে এনে আবারও নির্মমভাবে পেটায়। আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে গেলে পরিবারের সদস্যরা উদ্ধার করে শহরের কাজিপুর মোড় এলাকার একটি হাসপাতালে ভর্তি করেন।

রিপন এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

এসআই এন্টারপ্রাইজের মালিক হাজী আতিকুর রহমান আতিক বলেন, “চালকটি আমার ছোট ভাইয়ের বাসে চালক হিসেবে কর্মরত। অভিযোগ পেলে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক ও সহকারী জানান, “একজন চালককে অফিসে ডেকে এবং বাড়ি থেকে তুলে এনে এমন ন্যক্কারজনক মারধর এই টার্মিনালে কখনও দেখা যায়নি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই।”

অভিযুক্ত সুলতান তালুকদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



banner close
banner close