সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষ কর্মীদের আন্দোলনের মুখে তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেতন কাঠামোসহ বিভিন্ন দাবিতে সহস্রাধিক স্টাফ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে হাসপাতালে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্টাফদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধিসহ কিছু যৌক্তিক দাবির জন্য কর্তৃপক্ষের প্রতি বারবার আবেদন জানিয়েও কোনো সাড়া পাননি। অবশেষে কর্মসূচি চলাকালে দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানায়।
হাসপাতালের একাধিক কর্মী জানান, সহায়ক জনবলের অভাবে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটলেও দাবি মেনে নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এদিকে, আন্দোলন ঘিরে হাসপাতাল এলাকায় সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আরও পড়ুন:








