সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সাভারে অপরাধ-দুর্ভোগের চিত্র তুলে ধরার আহ্বান মেয়র প্রার্থীর

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৫:২৫

শেয়ার

সাভারে অপরাধ-দুর্ভোগের চিত্র তুলে ধরার আহ্বান মেয়র প্রার্থীর
ছবি বাংলা এডিশন

সাভারে মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও নাগরিক দুর্ভোগের চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সাভার প্রেসক্লাবে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক, ছিনতাইসহ সাভারের নানা সমস্যা এখন ভয়াবহ রূপ নিয়েছে। অপরিকল্পিত রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা এবং নাগরিক দুর্ভোগ প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। এসব বিষয়ের খবর সাহসের সঙ্গে প্রকাশ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই সমস্যা তুলে ধরলে তা প্রশাসনের নজরে আসবে এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সংবাদকর্মীদের সাহসিকতাকে আমরা সম্মান করি। বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক অরূপ রায় ও সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার মো. উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক তৌকির আহমেদ।



banner close
banner close