সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে রয়েছেন চেয়ারম্যান পদে। এ নিয়ে জনমনে জেগেছে নানা প্রশ্ন। চেয়ারম্যানের শূন্যতা পূরণের দাবি করছে জনসাধারণ।
নিয়মানুসারে যদি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন। কিংবা চেয়ারম্যানের অনুপস্থিতি জনস্বার্থের পরিপন্থী হলে চেয়ারম্যানকে অপসারন করা যেতে পারে।
এ দিকে চেয়ারম্যান সাইফুল গত বছর ৫ আগষ্টের পর থেকে প্রায় ১০-১১ মাস যাবৎ পরিষদে অনুপস্থিত। এ ইউনিয়নের সাধারন জনগন তাদের প্রয়োজনে চেয়ারম্যানের নিকট আসলে তাকে না পেয়ে পড়ছেন বিপাকে। এছাড়া, প্রায় ১০-১১ মাস চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের অন্যান্য কর্মরতা-কর্মচারিরা নিয়মিত পরিষদে আসেন না। আবার, অনেকে পরিষদে আসলেও কিছু সময় অবস্থান করার পর পরিষদ থেকে চলে যায়। ফলে পরিষদের কার্যক্রমে স্থবিরতার ছাপ পড়েছে। পরিষদের এই অবস্থার কারণে শুধু জন্ম নিবন্ধন আর অন্যান্য সনদ নিতে কেউ কেউ পরিষদে আসলেও চেয়ারম্যানের সেবা পাওয়ার আশায় আর কেউ পরিষদে আসে না।
পরিষদের এই অবস্থার কারণে সেবা বঞ্চিত সাধারণ জনতা চেয়ারম্যানের শুন্যতা পূরণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।
এ ঘটনায় চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান বলেন, ‘আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।
আরও পড়ুন:








