সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

পদত্যাগ নয়, পলায়ন সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ২১:০২

আপডেট: ৩ জুলাই, ২০২৫ ০৬:৫৯

শেয়ার

পদত্যাগ নয়, পলায়ন সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
মো. আরিফুর রহমান মন্ডল। ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশে শৃঙ্খলাভঙ্গের চিত্র প্রকাশ পাচ্ছে। ইতোমধ্যে ১৭ জন পুলিশ কর্মকর্তাকে ছুটি না নিয়ে কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলেন সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল।

বুধবার (২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, আরিফুর রহমান মন্ডল বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকলেও তিনি গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুযায়ী এটি পলায়নের শামিল।

এই অভিযোগের ভিত্তিতে বিধি ১২ উপবিধি (১) অনুসারে, তাকে অনুপস্থিতির তারিখ থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



banner close
banner close